ভূরুঙ্গামারীতে ১৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , উপজেলা প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: শনিবার ২৯শে এপ্রিল ২০২৩ ০৫:৪০ অপরাহ্ন
ভূরুঙ্গামারীতে ১৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ এপ্রিল) ভোরে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের বাগভান্ডার এলাকা থেকে এসব ফেন্সিডিল উদ্ধার  করা হয়। । 


পুলিশ শনিবার ভোরে ভূরুঙ্গামারী ইউনিয়নের বাগভান্ডার এলাকায়  অভিযান চালায় । পুলিশের উপস্থিতি টের পেয়ে আশরাফ আলী নামের এক ব্যাক্তি একটি স্কুল ব্যাগ ও একটি প্ল্যাস্টিকের বাজার ব্যাগ ফেলে পালিয়ে যায়। 


ওই ব্যাগ দু'টির ভেতর থেকে পুলিশ ১৪০ বোতল (স্কুল ব্যাগের ভেতর থেকে ৯০ বোতল ও প্ল্যাস্টিকের বাজার ব্যাগের ভেতর থেকে ৫০ বোতল) ফেন্সিডিল উদ্ধার করে । আশরাফ আলী ভূরুঙ্গামারী ইউনিয়নের মানিককাজী গ্রামের জাফর আলীর ছেলে। 


ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম বলেন, আশরাফ আলীর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। সে এলাকায় মাদক স¤্রাট হিসাবে পরিচিত। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।