কলাপাড়ায় শিক্ষিকাকে ধর্ষণ চেষ্টা, সহ সভাপতি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: শনিবার ১৮ই ফেব্রুয়ারি ২০২৩ ০৬:৫৬ অপরাহ্ন
কলাপাড়ায় শিক্ষিকাকে ধর্ষণ চেষ্টা, সহ সভাপতি গ্রেফতার

পটুয়াখালীর কলাপাড়ায় প্যারা শিক্ষিকাকে ধর্ষন চেষ্টার অভিযোগে পক্ষিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ো ম্যানেজিং কমিটির সহ-সভাপতি বশির মৃধাকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে পক্ষিয়াপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। 


এ ঘটনায় গতকাল সন্ধ্যায় ওই শিক্ষিকা বাদী হয়ে বশির মৃধা সহ দুই জনের নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। 


মামলা সূত্রে জানা গেছে, বালিয়াতলী ইউনিয়নের পক্ষিয়াপাড়া গ্রামের ওই শিক্ষিকা বিদ্যালয়ে যাওয়া আসার সময় বশির মৃধা প্রায়ই তাকে কু-প্রস্তাব দিতো। এতে সে রাজি না হওয়ায় গত ৫ ফেব্রুয়ারী রাত নয়টায় বশির মৃধা ওই শিক্ষিকার বাড়িতে গিয়ে ধর্ষন চেষ্টা চালায়। পরে বশির মৃধার ভয়ে ওই শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়। 


কলাপাড়া থানার ওসি মোঃ জসিম উদ্দিন বলেন, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।