প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৩, ০:১৪
ফরিদপুরে র্যাবের হাতে ইয়াবাসহ দুই কারবারী আটক হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৪ হাজার ৫শ ৩০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব। আজ সোমবার বিকেলে র্যাব-৮ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানাধীন কোমরপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকা থেকে মিটন পাল (৪৬) ও মোঃ ওয়াসিম (৩৯) কে আটক করে এবং তাদের সাথে থাকা ৪ হাজার ৫শ’ ৩০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আটককৃত মিটন পাল চট্টগ্রামের আনোয়ারা থানার গুজারা গ্রামের মৃনাল পালের পুত্র এবং ওয়াসিম চন্দমাইশ থানার হারলা গ্রামের মৃত শামসুল ইসলামের পুত্র।
এ ঘটনায় আটককৃতদের আসামী করে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।