কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের মানিককাজী বাজার এলাকা থেকে এসব ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে। ফেন্সিডিল বিক্রেতা পলাতক রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে একটি অটো রিকশায় করে ধান বোঝাই তিনটি বস্তা নিয়ে যাওয়া হচ্ছিল। ধান বোঝাই বস্তার আকৃতি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তারা ধান বোঝাই একটি বস্তার বাঁধন খুললে বস্তার ভেতরে ফেন্সিডিলের বোতল দেখতে পায়। এরপর সবকটি বস্তার ধান সড়কের ওপর ঢালা হলে সেখান থেকে ফেন্সিডিলের
বোতলগুলো বেরিয়ে আসে। পরে পুলিশকে বিষয়টি জানানো হলে পুলিশ এসে ফেন্সিডিলগুলো জব্দ করে।
পুলিশ জানায়, ফেন্সিডিলগুলো ভূরুঙ্গামারী ইউনিয়নের মানিককাজী এলাকার মাদক কারবারি ময়েজ উদ্দিনের। সে ওই এলাকার মৃত আজেম উদ্দিনের ছেলে।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বলেন, ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় একটি মামলা হয়েছে। ফেন্সিডিল বিক্রেতা ময়েজ উদ্দিন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।