প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২, ০:৬
রাজবাড়ী গোয়ালন্দে ২৫ বোতল ফেন্সিডিলসহ ১ মাদককারবারীকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
আটককৃত মাদককারবারী হলো, সাতক্ষীরা জেলার তালা থানার চরগ্রাম জেঠুয়া বাজার এলাকার মৃত দবির উদ্দিন এর ছেলে রহমতুল্লা সরদার (৩৭)।
রবিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে তাকে আটক করা হয়।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৌর জামতলা ঢাকা-খুলনা মহাসড়কের ওপর থেকে সাতক্ষীরা থেকে আসা ঢাকাগামী পরিবহন থেকে তাকে যাত্রীবেশে ২৫ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ফোর্স অভিযান পরিচালনা করে পৌর জামতলার মহাসড়কে ওপর থেকে ২৫ বোতল ফেন্সিডিলসহ উক্ত মাদক কারবারীকে আটক করেছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা রুজু করা হয় এবং আটককৃতকে সোমবার জেলা বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।