https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

বরিশালে অস্ত্রসহ ৭ ডাকাত সদস্য গ্রেফতার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২২, ১:৩৭

শেয়ার করুনঃ
বরিশালে অস্ত্রসহ ৭ ডাকাত সদস্য গ্রেফতার

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ডাকাতির সময় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ ডাকাতদলের ৭  সদস্যকে গ্রেফতার করেছে গৌরনদী থানা পুলিশ। পাশাপাশি এসময় তাদের কাছ থেকে লুন্ঠিত কিছু স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করা হয়।

বৃহষ্পতিবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম-বিপিএম।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

তিনি জানান, গৌরনদী থানাধীন কেফায়েতনগর এলাকার একটি বসত বাড়িতে গত ১১ জুন মধ্যরাতে ডাকাতদল হানা দেয়। এসময় তারা বাড়ির জানালার গ্রিল কেটে ওই ঘরের মধ্যে প্রবেশ করে এবং বাড়ির সকল সদস্যর হাত-পা ও মুখ কাপড়ের ওড়না দিয়ে বেধে মৃত্যুর ভয় দেখিয়ে স্বর্নালংকার ও মোবাইল ফোন, এবং নগদ টাকা লুন্ঠন করে। পরবর্তীতে এ ঘটনায় ওই বাড়ির বাসিন্দা তানিয়া বেগম বাদী হয়ে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার সূত্র ধরে তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হেলাল উদ্দিনের নেতৃত্বে গৌরনদী থানা পুলিশের একটি টিম ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতদলের ৭ সদস্যকে গ্রেফতার করে। যারমধ্যে দুইজন ডাকাত সদস্য এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, টানা তিনদিনের অভিযানে ডাকাত দলের সর্দার বরগুনা জেলার আমতলী থানাধীন কলাগাছিয়া এলাকার আমজেদ হাওলাদারের ছেলে মোঃ দেলোয়ার হোসেন দিলু(৪৭) কে গ্রেফতার করা হয়।

পাশাপাশি তার সহযোগী বরিশালের গৌরনদী  থানাধীন চর-রমজানপুর এলাকার সেলিম সরদারের ছেলে রবিউল ইসলাম পারভেজ (২০), পটুয়াখালী সদর থানাধীন বড়বিঘাই ইউনিয়নের পসারবুনিয়া এলাকার আনোয়ার মীরার ছেলে মোতালেব মীরা পনু (৩৯), বরগুনা জেলার তালতলী থানাধীন ছোটবগির বেতিপাড়া এলাকার আঃ কাদের প্যাদার ছেলে হারুন ওরফে তৈয়ব আলী (৫৩) ও একই এলাকার  সৈয়দ ফকিরের ছেলে মোঃ আমিনুল ফকির (২৪), পটুয়াখালী সদর থানাধীন তিতকাটা এলাকার মোঃ সোহরাব সিকদারের ছেলে ও বরিশাল নগরের রুপাতলী চান্দুমার্কেট এলাকার বর্তমান বাসিন্দা মোঃ ছগির সিকদার ওরফে সবুজ (২৫) এবং ডাকাতিকালে লুন্ঠিত স্বর্নালংকার কেনাবেচার সহযোগী নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানাদীন উত্তর চর কাকড়া এলাকার ইউসুফ আলীর ছেলে মোঃ শাহীন আলম (৩১) কে গ্রেফতার করা হয়।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

ওসি বলেন, গ্রেফতার কৃতদের মধ্যে  রবিউল ইসলাম ওরফে পারভেজ ও মোতালেব মীরা ওরফে পনু গৌরনদী থানায় দায়েরকৃত ডাকিাতির মামলার ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি গতকাল প্রদান করেছেন।

এছাড়া গ্রেফতারকৃত ডাকাত দলের সর্দার মোঃ দেলোয়ার হোসেন ওরফে দিলু ও হারুন ওরফে তৈয়ব আলীর স্বীকারোক্তি অনুযায়ী ঢাকার পূর্ব জুরাইন এলাকার দুলাল স্বর্ণকারের মালিকানাধীন সুমাইয়া জুয়েলার্স নামক দোকান থেকে ডাকাতির ঘটনায় লুন্ঠিত স্বর্নালংকার উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তাদের দেয়া তথ্যানুযায়ী ডাকাতি লুন্ঠিত স্বর্নালংকার কেনাবেচার সহযোগী মোঃ শাহীন আলমকেও গ্রেফতার করা হয়।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)মোঃ শাজাহান হোসেন-পিপিএম বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে মোঃ দেলোয়ার হোসেন ওরফে দিলু, হারুন ওরফে তৈয়ব আলী, আমিনুল ফকির ও মো: ছগির সিকদার ওরফে সবুজ গণদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গৌরনদী থানাধীন কেফায়েতনগর এলাকার বাসিন্দা ও ডাকাতির মামলার সাথে জড়িত আবুল বাশার ফকির ওরফে ফটিক ফকির (২৯)মুদির দোকানে অভিযান চালানো হয়।

 বুধবার মধ্যরাতে চালানো ওই অভিযানে ফটিক ফকিরের দোকানের পাটাতনের নিচ থেকে একটি প্লাস্টিকের প্লাস্টিকের বস্তার মধ্য থেকে দেশীয় তৈরি একটি পিস্তল,আট রাউন্ড গুলি,একটি লোহার তৈরি রেঞ্জ,একটি প্লাস,একটি চাপাতি,একটি বাংলা দাও,দুটি ও নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনেও গৌরনদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার(গৌরনদী সার্কেল)এসএম আল বেরুনী বলেন, গ্রেফতাররা আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে প্রাথমিক ভাবে জানাগেছে। তাদের নামে বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

বরিশালে তরমুজ চুরি রুখতে গিয়ে কৃষক নিহত

বরিশালে তরমুজ চুরি রুখতে গিয়ে কৃষক নিহত

বরিশালের বাকেরগঞ্জে তরমুজ ক্ষেতে চুরি বন্ধ করতে গিয়ে স্থানীয় বখাটে যুবকদের হামলায় কুদ্দুস হাওলাদার (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার (৪ এপ্রিল) ভোররাত পৌনে ৪টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা আড়াইটার দিকে বাকেরগঞ্জ উপজেলার রানীরহাটের দিয়ারচর এলাকায়। কুদ্দুস হাওলাদার ছিলেন স্থানীয় আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে। তার মামাতো ভাই মো.

হিলিতে পুলিশের সাঁড়াশি অভিযানে ৪ জন গ্রেফতার

হিলিতে পুলিশের সাঁড়াশি অভিযানে ৪ জন গ্রেফতার

দিনাজপুরের হাকিমপুর হিলিতে গত ২৮ মার্চ শুক্রবার পুলিশের সাঁড়াশি অভিযানে চুরি হওয়া নগদ অর্থ, সিম ও মিনিট কার্ডসহ ৪ জন চোরকে আটক করা হয়েছে। খট্রামাধবপাড়া ইউনিয়নের মংলাবাজারে একটি গার্মেন্টস ও টেলিকম ব্যবসা প্রতিষ্ঠানে চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়ে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়। গ্রেফতারকৃত চোররা হলেন, মংলা এলাকার আফতাবের ছেলে জহুরুল আলম (২১),

ভূঞাপুরে দুর্ধর্ষ চুরি: নেশা জাতীয় দ্রব্য খাইয়ে গহনা-টাকা লুট

ভূঞাপুরে দুর্ধর্ষ চুরি: নেশা জাতীয় দ্রব্য খাইয়ে গহনা-টাকা লুট

টাঙ্গাইলের ভূঞাপুরে গত বুধবার (২৬ মার্চ) দিবাগত রাতে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। উপজেলার রুহুলী নৌকা মোড় এলাকার ইঞ্জিনিয়ার মোঃ লিয়াকত হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ঘরের বেড়ার টিন কেটে বাড়ির ভেতরে প্রবেশ করে এবং ঘরের আলমারি ভেঙে তিন বোন ও মায়ের রাখা গহনা সহ মোট সাড়ে ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ সাড়ে চার লক্ষ টাকা লুট করে নিয়ে

নবাবগঞ্জে পুলিশ তদন্ত কেন্দ্র থেকে পলাতক আসামী পুনরায় গ্রেফতার

নবাবগঞ্জে পুলিশ তদন্ত কেন্দ্র থেকে পলাতক আসামী পুনরায় গ্রেফতার

দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে ২৩ মার্চ রবিবার রাত ০৩.৩০ ঘটিকার সময় নবাবগঞ্জ থানা অধীনে কুশদহ ইউনিয়নের কাজীপাড়া গ্রাম থেকে মাদক ব্যবসায়ী মোঃ রয়েল (৩০) কে ৩ বোতল ফেনসিডিল সহ আটক করেছে। তার পিতা মৃত ছাকাত আলী। তিনি আগে আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র থেকে পালিয়ে গিয়েছিলেন। পরে একাধিক অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়েছে। নবাবগঞ্জ থানার

দৌলতদিয়ায় হেরোইন ও ইয়াবাসহ দুই তরুণ গ্রেফতার

দৌলতদিয়ায় হেরোইন ও ইয়াবাসহ দুই তরুণ গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলস্টেশন শহীদ মিনারের এলাকা থেকে ৪০ পুরিয়া হেরোইন ও দৌলতদিয়া মহাসড়কের খানকা শরিফের সামনে হতে অপর আরেকজনকে ২০ পিচ ইয়াবা ট‍্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে তরুণকে গ্রেফতার করেছে থানা পুলিশ। হেরোইনসহ গ্রেফতারকৃত তরুণ ফরিদপুর জেলার কোতোয়ালী থানার তাইজ্জুদ্দিন মাতব্বর ডাঙ্গী গ্রামের শহিদুল খানের ছেলে সাইফুল খান (২৩)। ইয়াবাসহ অপর আরেক তরুণ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডল পাড়া