প্রকাশ: ২৭ আগস্ট ২০২২, ২৩:২
বরিশালে ১ হাজার ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ যুবককে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড’র কর্ণকাঠি সংলগ্ন খয়রাবাদ ব্রীজ এলাকা থেকে তাদের আটক করে মেট্রোপলিটন বন্দর থানা পুলিশ। আটকৃতরা হলেন, কর্ণকাঠি ৯নং ওয়ার্ডের মোঃ বাবুল হাওলাদারের ছেলে মোঃ বাদল হাওলাদার (৩১)।
শনিবার দুপুরে বরিশাল মেট্টোপলিটন পুলিশের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাদল হাওলাদারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া বাদলের সাথে থাকা দুই সহযোগী ওই এলাকার মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ সাইফুল ইসলাম অপু (২৮) ও নগরীর ২৫ নং ওয়ার্ডের আহম্মেদ মোল্লা সড়কের খলিফা বাড়ীর শুক্কুর খলিফার ছেলে আল আমিন খলিফা(২৪)কেও আটক করা হয়। অভিযুক্ত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।