প্রকাশ: ২৫ মে ২০২২, ১:৫৬
পটুয়াখালীর মহিপুরে কিশোর গ্যাং-এর হামলায় সংবাদকর্মীসহ ২ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহতের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো: সুমন খান, রনি, ওসমান ও শাহীন। বুধবার ভোর রাতে কলাপাড়ার চাকামইয়া ব্রিজ এবং ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় কলাপাড়া ও মহিপুর থানা পুলিশের যৌথ অভিযানে এদের গ্রেফতার করতে সক্ষম হয়।
মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়ের সাংবাদিকদের বলেন, গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে। এসময় তিনি বলেন, মহিপুর থানা এলাকার কোন ধরনের সংঘবদ্ধ কিশোর অপরাধী থাকতে পারবেনা। এদের আশ্রয় ও প্রশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনার কথা জানান তিনি।
উল্লেখ্য, গত শনিবার (২২ মে) মহিপুর শেখ রাসেল সেতুর এলাকায় সংবাদকর্মী হাসান হাওলাদার (২৫) ও রাকিব (২০) কে কুপিয়ে ও পিটিয়ে জখম করে স্থানীয় কিশোর গ্যাং-এর প্রধান খলিলসহ ২৫/৩০ জন কিশোর। এ ঘটনায় আহত রাকিবের মা বাদি হয়ে মহিপুর থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।