বিহারে মদ নিষিদ্ধ। কিন্তু তার পরেও চোরাগোপ্তা ভাবে মদের পাচার এবং মদ্যপানের অভিযোগ বার বার প্রকাশ্যে এসেছে। পুলিশের চোখে ধুলো দিয়ে কী ভাবে মদ পাচার হচ্ছে, এক চোরাকারবারির কৌশল দেখে হতভম্ব হয়ে গিয়েছেন দুঁদে পুলিশ আধিকারিকরাও।
পটনার কদম ঘাট এলাকায় মদ পাচার হচ্ছে, গোপন সূত্রে খবর পেয়েছিল পটনা পুলিশ। সেই খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় তারা। ভূষণ রাই নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। পুলিশের কাছে খবর ছিল গ্যাস সিলিন্ডারের মাধ্যমে অভিনব উপায়ে মদ পাচার হচ্ছে রাজ্যে। ধৃত ব্যক্তির কাছ থেকেও একটি গ্যাস সিলিন্ডার উদ্ধারও হয়।