বরিশালে ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, জরিমানা

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: বুধবার ২৫শে আগস্ট ২০২১ ০১:৪৩ অপরাহ্ন
বরিশালে ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, জরিমানা

বাবুগঞ্জ বরিশাল প্রতিনিধি ॥ বরিশালের বাবুগঞ্জে অবৈধ কারেন্ট জাল বিক্রির অপরাধে একজনকে আর্থিক জরিমানা ও ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলার রহমতপুর ইউনিয়নের সাদেক খা এলাকায় অভিযান চালিয়ে এ অবৈধ  কারেন্ট জাল জব্দ ও আজিজুল হক নামে এক জেলেকে আটক করা হয়। আটককৃত জেলে আজিজুল হক বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের বাসিন্দা। 


আটককৃত জেলেকে মৎস্য আইনে ১৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সায়েদুজ্জামান। অভিযান পরিচালনায় বাবুগঞ্জ থানা পুলিশের একটি টিম সহায়তা প্রদান করেন। জব্দকৃত অবৈধ কারেন্ট জাল উপজেলা চত্বরে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।