ধামইরহাটে হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২৪শে আগস্ট ২০২১ ০৭:৫৯ অপরাহ্ন
ধামইরহাটে হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

নওগাঁর ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের অন্তর্গত উদয়শ্রী গ্রামে আলোচিত ইসমাইল হোসেন (৫৬) হত্যা মামলার অন্যতম আসামী লিয়াকত হোসেন ওরফে স্বপন (৩০) কে ঘটনার ২ মাস পর র‌্যাব গ্রেপ্তার করেছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সিনিয়র এএসপি এ, কে, এম এনামুল করিম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ধামইরহাট উপজেলার শিমুলতলী বাজারের শেখাহাটী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। গেস্খপ্তারকৃত লিয়াকত হোসেন উদয়শ্রী গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। ওইদিন বিকেলেই তাকে ধামইরহাট থানায় সোর্পদ করে র‌্যাব। 


জানা গেছে, গত ২২ জুন সকালে মাত্র দেড় শতক জমির বিরোধকে কেন্দ্র করে লিয়াকত ও তার লোকজন বৃদ্ধ ইসমাইল হোসেন ও তার পরিবারের উপর হামলা চালায়। এসময় প্রতিপক্ষের লোকজন ইসমাইল হোসেনকে পিটিয়ে মারাত্মক জখম করে। পরবর্তীতে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই ঘটনায় নিহতের স্ত্রী মেহেরুন নেছা বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার পর থেকেই লিয়াকত পলাতক ছিল।


ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন বলেন হত্যা মামলায় ইতিপূর্বে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে লিয়াকত পলাতক তাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না। মঙ্গলবার বিকেলে লিয়াকতকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এবং মোট ৪ জন আসামীকে ৫দিনের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।