প্রকাশ: ১৮ আগস্ট ২০২১, ৩:৪৫
বরিশালের জেলার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের নিখোঁজ যুবতীকে (১৯) দুইমাস পর পাবনা জেলার বেড়া থানার জগন্নাথপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। বরিশাল বিভাগীয় আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের (বাসক) নেতৃবৃন্দরা প্রযুক্তির মাধ্যমে ওই যুবতীর অবস্থান নিশ্চিত করে উদ্ধারের পর তার পরিবারের কাছে হস্তান্তর করেছেন।
বুধবার দুপুরে আইন সহায়তা কেন্দ্রের বিভাগীয় সভাপতি জিয়াউল হাসান শামীম জানান, চলতি বছরের ১৬ জুন বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফারুক হোসেনের যুবতী কন্যা নুসরাত জাহান সিফা রহস্যজনকভাবে নিখোঁজ হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরীর পর বাসক’র সহায়তা চাওয়া হয়। পরবর্তীতে তিনি (শামীম) নিজ উদ্যেগে উদ্ধার কাজের জন্য বিভিন্নস্থানে সন্ধ্যান শুরু করেন। বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে নিখোঁজ যুবতীর অবস্থান নিশ্চিত করার হয়।
গত ১৬ আগস্ট পাবনা জেলার ভেড়া থানার জগন্নাথপুর গ্রামের মোহাম্মদ মিয়ার বাড়িতে ওই এলাকার থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে নিখোঁজ সিফাকে উদ্ধার করা হয়েছে। সূত্রমতে, মোবাইল ফোনের সূত্রধরে মোহাম্মদ মিয়ার পুত্র আল-আমিনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে সিফার। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে আল-আমিন সিফাকে নিয়ে যায়।