https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

কুষ্টিয়ায় মিল কর্মকর্তা ও শ্রমিক নেতার বিরুদ্ধে দুদকের মাামলা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২১, ২৩:২৩

শেয়ার করুনঃ
কুষ্টিয়ায় মিল কর্মকর্তা ও শ্রমিক নেতার বিরুদ্ধে দুদকের মাামলা

বন্ধ হয়ে যাওয়া কুষ্টিয়া সুগার মিলের গুদামে রক্ষিত ৫২ মেট্রিক টন চিনি চুরির ঘটনায় দুই কর্মকর্তা ও এক শ্রমিক নেতার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। গত বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ  শেখ আবু তাহেরের দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় কুষ্টিয়ার উপ-সহকারী পরিচালক নীল কমল পাল বাদী হয়ে এই মামলাটি করেন। কুষ্টিয়ায় দুদকের আইনজীবী আল মুজাহিদ মিঠু জানান, আদালত মামলাটি আমলে নিয়েছে। এই মামলার আসামিরা হলেন কুষ্টিয়া সুগার মিলস লিমিটেডের উপ-ব্যবস্থাপক (ভান্ডার) মো. আল আমীন, গুদামরক্ষক মো. ফরিদুল হক ও শ্রমিক সর্দার মো. বশির উদ্দিন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ৩০ জুন থেকে ২০২১ সালের ১২ জুনের মধ্যে সর্বশেষ ইনভেন্টরি কার্যক্রম হয়। এ সময়ের মধ্যে কুষ্টিয়া সুগার মিলে ২০১৯-২০ অর্থবছরে উৎপাদিত ও গুদামে রক্ষিত ১২১ মেট্রিক টন চিনির মধ্যে ৫২ মেট্রিক টন চিনি চুরির অভিযোগ কর্তৃপক্ষের কাছে আসে। পরে গুদামে রক্ষিত মালামাল নিরীক্ষণ করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। গুদামে রক্ষিত চিনি চুরি হলেও বিষয়টি গোপন রাখার চেষ্টা করে মিল কর্তৃপক্ষ। পরে চাপের মুখে কারখানা কর্তৃপক্ষ কুষ্টিয়া মডেল থানায় জিডি করে। এ জিডির সূত্র ধরে দুদক চিনি চুরির সঙ্গে জড়িত তিনজনকে শনাক্ত করে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

দুদকের প্রাথমিক তদন্ত প্রতিবেদনের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে বিশ্বাসভঙ্গ ও অপরাধমূলক অসদাচরণ করে প্রতারণাপূর্বক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৫০ দশমিক ৭০০ মেট্রিক টন চিনি আত্মসাত করেছে। এসব চিনির বাজারদর ৩৩ লাখ ২০ হাজার ১০০ টাকা। বার্ষিক উৎপাদনে কয়েক বছর ধরে লোকসানের কারণে গত আখ মাড়াই মৌসুমে সারা দেশে নয়টি চিনিকল বন্ধ করা হয়। এর মধ্যে কুষ্টিয়া চিনিকলও আছে। কারখানার শ্রমিক-কর্মচারী, আখচাষি ও এলাকাবাসীর অভিযোগ, চিনিকলটি এখন কেবল লুটপাটের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

বরিশালে তরমুজ চুরি রুখতে গিয়ে কৃষক নিহত

বরিশালে তরমুজ চুরি রুখতে গিয়ে কৃষক নিহত

বরিশালের বাকেরগঞ্জে তরমুজ ক্ষেতে চুরি বন্ধ করতে গিয়ে স্থানীয় বখাটে যুবকদের হামলায় কুদ্দুস হাওলাদার (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার (৪ এপ্রিল) ভোররাত পৌনে ৪টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা আড়াইটার দিকে বাকেরগঞ্জ উপজেলার রানীরহাটের দিয়ারচর এলাকায়। কুদ্দুস হাওলাদার ছিলেন স্থানীয় আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে। তার মামাতো ভাই মো.

হিলিতে পুলিশের সাঁড়াশি অভিযানে ৪ জন গ্রেফতার

হিলিতে পুলিশের সাঁড়াশি অভিযানে ৪ জন গ্রেফতার

দিনাজপুরের হাকিমপুর হিলিতে গত ২৮ মার্চ শুক্রবার পুলিশের সাঁড়াশি অভিযানে চুরি হওয়া নগদ অর্থ, সিম ও মিনিট কার্ডসহ ৪ জন চোরকে আটক করা হয়েছে। খট্রামাধবপাড়া ইউনিয়নের মংলাবাজারে একটি গার্মেন্টস ও টেলিকম ব্যবসা প্রতিষ্ঠানে চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়ে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়। গ্রেফতারকৃত চোররা হলেন, মংলা এলাকার আফতাবের ছেলে জহুরুল আলম (২১),

ভূঞাপুরে দুর্ধর্ষ চুরি: নেশা জাতীয় দ্রব্য খাইয়ে গহনা-টাকা লুট

ভূঞাপুরে দুর্ধর্ষ চুরি: নেশা জাতীয় দ্রব্য খাইয়ে গহনা-টাকা লুট

টাঙ্গাইলের ভূঞাপুরে গত বুধবার (২৬ মার্চ) দিবাগত রাতে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। উপজেলার রুহুলী নৌকা মোড় এলাকার ইঞ্জিনিয়ার মোঃ লিয়াকত হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ঘরের বেড়ার টিন কেটে বাড়ির ভেতরে প্রবেশ করে এবং ঘরের আলমারি ভেঙে তিন বোন ও মায়ের রাখা গহনা সহ মোট সাড়ে ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ সাড়ে চার লক্ষ টাকা লুট করে নিয়ে

নবাবগঞ্জে পুলিশ তদন্ত কেন্দ্র থেকে পলাতক আসামী পুনরায় গ্রেফতার

নবাবগঞ্জে পুলিশ তদন্ত কেন্দ্র থেকে পলাতক আসামী পুনরায় গ্রেফতার

দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে ২৩ মার্চ রবিবার রাত ০৩.৩০ ঘটিকার সময় নবাবগঞ্জ থানা অধীনে কুশদহ ইউনিয়নের কাজীপাড়া গ্রাম থেকে মাদক ব্যবসায়ী মোঃ রয়েল (৩০) কে ৩ বোতল ফেনসিডিল সহ আটক করেছে। তার পিতা মৃত ছাকাত আলী। তিনি আগে আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র থেকে পালিয়ে গিয়েছিলেন। পরে একাধিক অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়েছে। নবাবগঞ্জ থানার

দৌলতদিয়ায় হেরোইন ও ইয়াবাসহ দুই তরুণ গ্রেফতার

দৌলতদিয়ায় হেরোইন ও ইয়াবাসহ দুই তরুণ গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলস্টেশন শহীদ মিনারের এলাকা থেকে ৪০ পুরিয়া হেরোইন ও দৌলতদিয়া মহাসড়কের খানকা শরিফের সামনে হতে অপর আরেকজনকে ২০ পিচ ইয়াবা ট‍্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে তরুণকে গ্রেফতার করেছে থানা পুলিশ। হেরোইনসহ গ্রেফতারকৃত তরুণ ফরিদপুর জেলার কোতোয়ালী থানার তাইজ্জুদ্দিন মাতব্বর ডাঙ্গী গ্রামের শহিদুল খানের ছেলে সাইফুল খান (২৩)। ইয়াবাসহ অপর আরেক তরুণ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডল পাড়া