প্রকাশ: ৭ আগস্ট ২০২১, ২:৫৪
দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে ৭ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গত শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে (উপ-পরিদর্শক) মোঃ ইকতার মিয়া এবং (সহকারী উপ-পরিদর্শক) মোঃ শাহাদাত হোসেন ও মোঃ মশিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় একাধিক অভিযান চালিয়ে দেবীদ্বার থানার ইউসুফপুর ও গোপালনগর গ্রাম থেকে ৭ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত আসামিরা হলেন, হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার চাঁন্দপুর বাগান গ্রামের মৃত সনাতন ভৌমিক'র পুত্র গোপেশ ভৌমিক (৩৫), একই গ্রামের গোপেন ভৌমিক'র স্ত্রী তিশা রানী ভৌমিক (৩৪) ও
মোঃ আব্দুল মিয়ার স্ত্রী মোসাম্মদ মদিনা বেগম (৪৮) এবং একই জেলার মাধবপুর থানার শ্রীমতপুর গ্রামের লিয়াকত আলীর পুত্র মোঃ হুসাইন (২৭)কে আটক করে মাদক আইনে মামলা রুজু করে শনিবার সকালে কোর্ট হাজতে প্রেরণ করেছে পুলিশ।
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি সার্বিক)মোঃ আরিফুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। মাদক ক্রয়-বিক্রয় এবং সেবনকারীরা যতই ক্ষমতাসীন হোক কখনো ছাড় পাবে না। তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।