প্রকাশ: ২ আগস্ট ২০২১, ২৩:৫১
নওগাঁর ধামইরহাট থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের পূর্বক কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন বলেন,মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গত রবিবার রাত ৯টায় দিকে উপজেলার উমার ইউনিয়নের অন্তর্গত দৌলতপুর গ্রামে ধামইরহাট উপপরিদর্শক (এসআই) মাসুদ রানার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়।
অভিযানে ওই গ্রামের আল মামুনের ছেলে শাকিল আহমেদ (৩০) এবং একই গ্রামের মৃত মোখলেছ মন্ডলের ছেলে ওবায়দুল হোসেন (৪০) কে একশত দশ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
পরে আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) সারনির ১৯ (ক)/৪১ মোতাবেক মামলা দায়ের পূর্বক কোর্ট হাজতে পাঠানো হয়েছে।