প্রকাশ: ৩০ জুলাই ২০২১, ১:২২
সারা দেশে করোনা ভাইরাস মোকাবিলায় কঠোর লকডাউন ঘোষণা দিয়েছেন সরকার। বন্ধ রয়েছে সকল শিল্প কারখানা, হাট বাজার, দোকানপাট। তবে এই কঠোর লকডাউন অমান্য করেই গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তুরাগ নদীতে চলছে অশ্লীল নাচ, গান আর পিকনিক।
সরেজমিনে দেখাযায়, উপজেলার তুরাগ নদীর চাবাগান এলাকা থেকে কালিয়াকৈর বাজার চাপাইর ব্রিজ এবং মকস বিলের বিভিন্ন অংশে পিকনিকের নামে চলছে অশ্লীল নাচ গান। ইঞ্জিন চালিত নৌকায় জড়সড় হয়ে নাচ গান আর মাদক সেবনে মেতে উঠেছে তরুনরা।
অনেকেই আবার আনন্দ বাড়াতে অল্প বয়সের তরুণীদের নিয়ে গান বাজনার নামে অসামাজিক কার্যকলাপে মেতে উঠেছে। পিকনিকের অসামাজিক কার্যকলাপ, নাচ গান আর মাদকের আখরা হয়ে উঠেছে তুরাগ নদীতে।
স্থানীয়দের অভিযোগ লকডাউনের মধ্যেও পিকনিকের নামে এসব অসভ্যতা দিন দিন বেড়েই চলছে। তবে প্রশাসন এখনো পর্যন্ত কোন কঠোর পদক্ষেপ নেননি।
সুজন মিয়া নামের এক বাসিন্দা জানান পিকনিক আমরাও করেছি তবে এমন পিকনিক তো দেখিনি। এসব দেখে আমাদের সমাজের নতুন প্রজন্মের ক্ষতি হবে।
শহীদুর রহমান নামের এক ব্যক্তি বলেন, এরা তো কোন পিকনিক করছে না। অল্প অসভ্যতা করছে। মেয়ে নিয়ে অসামাজিক গান বাজনা করছেন। আমাদের গ্রামীণ সভ্যতা নষ্ট হচ্ছে। এসব বন্ধে আমরা প্রশাসনের সহযোগীতা চাই।
সুফিয়া আক্তার নামের এক স্কুল শিক্ষিকা জানান, আমরা নদীর পাড়ে বসবাস করি। পরিবারের সাথে একটু স্বাচ্ছন্দেসময় কাটাচ্ছি বা খাবার খেতে বসেছি এমন সময় উচ্চস্বরে অসামাজিক গান বেজে উঠে। এরা পিকনিকের নামে সমাজ কে নষ্ট করছে।
এদিকে খবর পাওয়া গেছে, লকডাউন অমান্য করে স্থানীয় ইঞ্জিন চালিত নৌকার মালিক ও সাউন্ড সিস্টেমের মালিক পক্ষরা বিভিন্ন লোকজনের কাছে এসব ভাড়া দিচ্ছেন। ওইসব মালিকদের সহযোগীতায় পিকনিক চলছে।
এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, জানান আমরা সারাক্ষণ ডিউটি করছি। প্রতিদিন বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট করছি। আমরা এই বিষয়টিও দেখছি। দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।