অবৈধ করোনার ওষুধ জব্দ, আটক ৩
ভারত থেকে অবৈধভাবে আনা করোনার ওষুধ জব্দ করা হয়েছে রাজধানীর গুলশানের একটি দোকান থেকে। অনুমোদনহীন এসব ওষুধ জব্দ করেছে গোয়েন্দা সংস্থা। আইসিইউতে থাকা কোভিড রোগীদের চিকিৎসায় ব্যবহৃত টসিলিজুমাব ব্র্যান্ডের একটেমরা ইঞ্জেকশনসহ ৩০ ধরনের ওষুধ জব্দ করা হয়।
গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (১২ এপ্রিল) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও ঔষধ প্রশাসন অধিদফতর যৌথ অভিযান চালিয়ে এসব অুনমোদনহীন অবৈধ ওষুধ জব্দ করে। অভিযানে অবৈধ ওষুধ বিক্রির সঙ্গে জড়িত ৩ জনকে আটক করা হয়েছে।অভিযানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপ পরিচালক ডা. মো. আকিব হোসেনের নেতৃত্বে ঔষধ প্রশাসনের একটি দল এবং এনএসআই সদস্যগণ অংশগ্রহণ করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানে দোকানটি থেকে আইসিইউতে থাকা কোভিড রোগীদের চিকিৎসায় ব্যবহৃত টসিলিজুমাব ব্র্যান্ডের একটেমরা ইঞ্জেকশনসহ ৩০ ধরনের অনুমোদনহীন ও অবৈধভাবে ভারত থেকে আমদানিকৃত ওষুধ এবং ওষুধ বিক্রি হতে প্রাপ্ত নগদ ছিয়াশি হাজার পাঁচশত পঞ্চাশ টাকা জব্দ করা হয়। জব্দকৃত ওষুধগুলোর আনুমানিক মূল্য দশ লাখ টাকা। অভিযানে অবৈধ ওষুধ বিক্রির সাথে জড়িত তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন মো. মোক্তার হোসেন (২৫), মো. ফয়সাল আহমেদ (২৫) ও মেরাজ হোসেন রাতুল (১৮)।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতদের কাছ থেকে সাদ্দাম হোসেন (২৯) ও তাজুল ইসলাম (৩০) নামীয় আরো দুইজনের অবৈধ ওষুধ বিক্রির সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া যায়, যারা বর্তমানে পলাতক রয়েছে। অভিযান শেষে আটককৃতদের গুলশান থানায় হস্তান্তর করা হয় এবং ঔষধ প্রশাসনের পক্ষ হতে বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর বি ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্লোবাল ফার্মা সল্যুশন নামক একটি ফেসবুক পেজের মাধ্যমে আইসিইউতে থাকা জটিল কোভিড রোগীদের চিকিৎসায় ব্যবহৃত একটেমরা ইনজেকশন অনুমোদনহীনভাবে উচ্চমূল্যে বিক্রি করার তথ্য পাওয়ার পরিপ্রেক্ষিতে অনুসন্ধান শুরু হয়।বর্তমানে বাজারে ওষুধটির তীব্র সংকট রয়েছে। অনুসন্ধানের অংশ হিসেবে ইনজেকশনটি ক্রয়ের জন্য ওই পেজের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিটি ইঞ্জেকশনের মূল্য এক লাখ ষাট হাজার টাকা দাবি করা হয় এবং গুলশানের একটি রেস্টুরেন্ট থেকে ডেলিভারি দেওয়ার কথা জানানো হয়।সে অনুযায়ী রেস্টুরেন্টে ওষুধ ডেলিভারি দিতে আসা দুইজনকে হাতেনাতে আটকের পর তাদের কাছ থেকে দোকানের সন্ধান পেয়ে বাকি অভিযান পরিচালনা করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।