পয়েন্ট টেবিলের তলানির দুই দলের লড়াই। তিন ম্যাচ খেলে এখনও জয়ের দেখা পায়নি বেক্সিমকো ঢাকা। সমান ম্যাচে একটি জয় পেয়েছে ফরচুন বরিশাল। আজ (বুধবার) নিজেদের চতুর্থ ম্যাচে মুখোমুখি হলো এ দুই দল।ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক মুশফিকুর রহীম। ঢাকার আমন্ত্রণে আগে ব্যাট করতে নামবেন তামিম ইকবাল, মেহেদি হাসান মিরাজরা।আগের ম্যাচের একাদশ থেকে কোনো পরিবর্তন আনেনি ঢাকা। তবে বরিশালের একাদশে এসেছে জোড়া পরিবর্তন। সুমন খান ও মাহিদুল ইসলাম অঙ্কনের জায়গায় একাদশে নেয়া হয়েছে সাইফ হাসান ও তানভীর ইসলামকে।
বেক্সিমকো ঢাকা একাদশ
মুশফিকুর রহীম (অধিনায়ক, উইকেটরক্ষক), মোহাম্মদ নাইম শেখ, তানজিদ হাসান তামিম, আকবর আলী, নাইম হাসান, মুক্তার আলি, রুবেল হোসেন, রবিউল ইসলাম রবি, ইয়াসির আলি রাব্বি শফিকুল ইসলাম ও নাসুম আহমেদ।