
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪৪
পিসিবি কর্তৃক নিষেধাজ্ঞার শিকার হয়ে বুঝি মাথা নষ্ট হয়ে গেছে পাকিস্তানি ক্রিকেটার উমর আকমলের। একটি ছবিতে ভুল ক্যাপশন করায় ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হতে হয়েছে ২৯ বছর বয়সী এই ক্রিকেটারকে। এদিকে আজ থেকে শুরু হতে চলা পিএসএলে খেলতে পারবেন না উমর আকমল। এই টুর্নামেন্ট থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। পিসিবির দুর্নীতি দমন বিভাগের তদন্ত শেষ না পর্যন্ত যে কোনো ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে উমর আকমল নিষিদ্ধ।

একদা সতীর্থ আব্দুল রাজ্জাকের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন উমর আকমল। সেই সেলফির নীচে লিখেছিলেন, 'মাদার ফ্রম অ্যানাদার ব্রাদার।' আসলে তিনি লিখতে চেয়েছিলেন, 'ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার।' দুটো শব্দ, 'ব্রাদার' ও 'মাদার' উল্টো জায়গায় বসায় বদলে যায় মানে। আর তারই জেরে পাক ক্রিকেটারকে হতে হয় বিদ্রুপের শিকার। চলতে থাকে তাকে নিয়ে রসিকতা।
