হিন্দিতে বললেন ভারতের ক্যাপ্টেন, বাংলাদেশের ক্যাপ্টেন ইংরেজিতে!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ১০ই ফেব্রুয়ারি ২০২০ ১০:৪১ পূর্বাহ্ন
হিন্দিতে বললেন ভারতের ক্যাপ্টেন, বাংলাদেশের ক্যাপ্টেন ইংরেজিতে!

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শিরোপা জয়ের পর একে একে যখন প্রেজেন্টার ক্যাপ্টেনদেরকে অনুভুতি ব্যক্ত করার আহবান জানান তখন ভারতের ক্যাপ্টেন প্রিয়ম গর্গ হিন্দিতে কথা বলেন। আর একজন দোভাষী তার কথা ইংরেজিতে অনুবাদ করে দর্শকদের উদ্দেশে শোনান।

অন্যদিকে, বাংলাদেশে দলেন ক্যাপ্টেন আকবর আলী সাবলীলভাবেই ইংরেজিতে তার বক্তব্য রাখেন।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শক্তিশালী ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে নিল বাংলাদেশের যুবারা। যেকোনো ধরনের ক্রিকেটে এবারই প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হলো টাইগাররা। এর আগে জাতীয় দল হোক বা বয়সভিক্তিক ক্রিকেটেও কখনো বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ। 
ইনিউজ ৭১/এম.আর