
প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২০, ০:১৮
বাংলাদেশের বিপক্ষে নাসিম শাহর হ্যাটট্রিক।নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম ও মাহামুদউল্লাহ রিয়াদের উইকেট শিকার করে হ্যাটট্রিক পূর্ণ করেন পাকিস্তানের তরুণ পেসার নাসিম শাহ। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ম্যাচেই হ্যাটট্রিকের ইতিহাস গড়েছেন মাত্র ১৬ বছর বয়সী ডানহাতি এ ফাস্ট বোলার।
রোববার সকালে আগের দিনে ৩ উইকেটে করা ৩৪২ রান নিয়ে ফের ব্যাটিংয়ে নামে পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি বাবর আজম। সকালেই সাজঘরে ফেরত আসেন পাকিস্তানের এ সেঞ্চুরিয়ান। শিকারী সেই আবু জায়েদ রাহী।

ইনিউজ ৭১/এম.আর