ভারতের দলীয় ৯ রানে প্রথম আঘাতটি এনেছিলেন অভিষেক দাস। ব্যক্তিগত ২ রানে জয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন স্যাক্সেনা। শুরুতে উইকেট হারালেও যশওয়াল ও তিলক ভার্মার ব্যাটে প্রতিরোধ গড়ে তোলে ভারতীয় যুবারা। দুজনে মিলে ৯৪ রানের জুটি গড়েন।
২৯তম ওভারে এই জুটি ভেঙেছেন তানজিম হাসান সাকিব। থার্ডম্যানে দাঁড়িয়ে দারুণ ক্যাচ নিয়েছেন শরিফুল। ফেরার আগে ৩৮ রান করেন তিলক। এরপর ভারতীয় অধিনায়ক গর্গকে দ্রুত ফিরিয়ে দিয়েছেন রাকিবুল হাসান। কাভারে দাঁড়িয়ে থাকা সাকিব সহজেই লুফে নেন ক্যাচটি। ৯ বলে ৭ করেছেন গর্গ।
টপ অর্ডারের তিন ব্যাটসম্যান ফেরাতে পারলেও যশওয়ালকে ফেরানো যাচ্ছিল না। অবশেষে ৪০তম ওভারের পঞ্চম বলে তাকে প্যাভিলিয়নের পথ ধরিয়েছেন শরিফুল ইসলাম। শর্ট মিড-উইকেটে ক্যাচটি নিয়েছেন তানজিদ হাসান। যশওয়ালকে ফেরানোর পর পরের বলেই ভিরকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেছেন শরিফুল। ভির এক বল খেলে রানের খাতা খুলতে পারেননি।