অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশি পেসারদের আগুনে বোলিংয়ের সামনে দাঁড়াতে পারছে না ভারতের ব্যাটসম্যানরা। ম্যাচের শুরুতেই ভারত ওপেনার সাক্সেনাকে ক্যাচ আউট করে সাজঘরে ফিরিয়ছেন অভিষেক দাস।
ভারি বর্ষণের কারণে ফাইনাল ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে আশঙ্কা জাগলেও ঠিক সময়েই টস করে মাঠে নামে দু’দল। টসে জিতে ভারতের বিপক্ষে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক আকবর আলী।
বাংলাদেশের বোলিং তোপ সামলাতে বেশ কাঠ খড় পোহাচ্ছে ভারত। ৮ ওভার শেষে মাত্র ১৫ রান জড়ো করতে পেরেছেন জসওয়ালরা। টাইগার পেসার অভিষেক দাসের প্রথম ওভারেই সাজঘরে ফিরেন ভারতীয় ওপেনার সাক্সেনা।