আফগানিস্তান ও ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে শুরু হলো বাংলাদেশ জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প। প্রথম দিন যোগ দিয়েছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফীসহ ২২ ক্রিকেটার। প্রাথমিক ক্যাম্পে ছিলেন ৩৫ জন ক্রিকেটার। কিন্তু সাকিব ও সাব্বির আছেন ছুটিতে। বাকিরা শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে সিরিজ নিয়ে ব্যস্ত। সকালে ক্রিকেটাররা রিপোর্ট করেন ট্রেইনার মারিও ভিল্লাভারায়েনের কাছে।
শুরুতে জিম সেশনে অংশ নেন ক্রিকেটাররা। এরপর হয় বিপ টেস্ট। সেখানে স্কোয়াডের সবাই অংশ নিলেও ছিলেন না মাশরাফী বিন মোর্তুজা। ইনজুরির কারণে স্কোয়াডে ছিলেন না অলরাউন্ডার সাইফুদ্দিন, তবে শেষ মুহূর্তে তাকে রাখা হয়েছে ফিটনেস ক্যাম্পে।
আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে ফিটনেস ক্যাম্প। এরপর শুরু হবে স্কিল ট্রেনিং। দীর্ঘ ৮ মাস পর ফিটনেস টেস্ট দিলেও ক্রিকেটারদের বর্তমান অবস্থা সন্তোষজনক। তবে আরও উন্নতি দরকার বলে জানান বিসিবির স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়েন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।