ইতোমধ্যে শ্রীলঙ্কা সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজ ২-০ ব্যবধানে পিছিয়ে সফরকারী দল। চলমান সিরিজে দুই একজন ছাড়া বেশিরভাগ টাইগার ক্রিকেটাররাই ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। যার ফলে হোয়াইটওয়াশের শঙ্কায় ভুগছে দল।
জাতীয় দলের অবস্থা যখন গুরুতর তখন ভারপ্রাপ্ত কোচ খালেদ মাহমদু সুজনকে দেখা গেল শ্রীলঙ্কার এক ক্যাসিনোতে। তপু মোস্তাফা নামের এক ফেসবুক ব্যবহারকারীর এক ভিডিওতে দেখা যায় কোচ সুজন ক্যাসিনোতে কোমল পানীয় পরিবেশন কারী এক নারীর সঙ্গে কথা বলছেন। তার এই ১১ সেকেন্ডের ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
প্রসঙ্গত, তপু মোস্তাফা নামে এই ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি গতকালকের দাবি করলেও এখন পর্যন্ত এ নিয়ে সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। আর বিসিবি থেকে শেষ পর্যন্ত কোন বার্তা আসে সেটি শোনার অপেক্ষায় ফেসবুক ব্যবহারকারীরা।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।