বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক আর নেই। দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে রাজধানীর ইডেন ক্লিনিক হাসপাতালে থাকা অবস্থায় সোমবার সকালে ইন্তেকাল করেন (ইন্না.রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
আগামী বৃহস্পতিবার নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে নিশ্চিত করেছেন শামীম কবিরের স্ত্রী। মৃত্যু কালে তিনি স্ত্রী ও দুই সন্তানসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। ১৯৪৫ সালে নরসিংদীর পলাশের ঘোড়াশালের এক জমিদার মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।
১৯৭৭ সালের জানুয়ারীতে এমসিসির বিপক্ষে তিন দিনের যে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু বাংলাদেশের, সেই দলে অধিনায়ক ছিলেন শামীম কবির। ১৯৮২ ও ১৯৮৬ আইসিসি ট্রফিতে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন শামীম কবির। ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৯৯ সালে তিনি জাতীয় পুরস্কার লাভ করেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।