প্রকাশ: ২৮ জুলাই ২০১৯, ২১:২৪
দ্বিতীয় ওয়ানডেতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। এই ম্যাচের বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। পেসার রুবেল হোসেনের জায়গায় একাদশে এসেছেন স্পিনার তাইজুল ইসলাম। তাইজুল প্রায় তিন বছর পর ওয়ানডে খেলতে নেমেছেন।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ৯১ রানের বড় ব্যবধানে হেরেছিল। শ্রীলঙ্কার করা ৩১৪ রানের বিপরীতে বাংলাদেশের ইনিংস থামে ২২৩ রানে। সাব্বির ৫৬ বলে ৬০ ও মুশফিক ৮৬ বলে ৬৭ রান করে আউট হন। সিরিজের টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। শ্রীলঙ্কা এখন ১-০ ব্যবধানে এগিয়ে আছে।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব