সাকিব আল হাসানের ভূয়সী প্রশংসা করে ইংল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার মার্ক নিকোলাস বলেছেন, সাকিব যদি ইংল্যান্ডের ক্রিকেটার হতেন তাহলে আরও আগেই (বৃটেনের রানীর দেয়া সর্বোচ্চ স্মানজনক উপাধি) ‘নাইটহুড’ উপাধি পেতেন। তার জন্য এই সম্মান পাওয়া ছিল সময়ের ব্যাপার মাত্র। ক্রিকেট থেকে অবসরে ধারাভাষ্য পেশায় জড়িয়ে যাওয়া নিকোলাস ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর এক কলামে সাকিবের প্রশংসা করে বলেন, উইন্ডিজের বিপক্ষে তার (৯৯ বলে ১২৪ রান) হার না মানা শতকে ছিলো কাট শটের মাস্টারক্লাস। কোনো রিস্ক শট না খেলেও যে বড় রান করা যায় সেটা সাকিব দেখিয়ে দিয়ছে। তার ইনিংস থেকে অনেক কিছুই শেখার আছে।
মার্ক নিকোলাস আরও বলেন, আমার যতদূর স্মরণে আছে সাকিবই র্যাংকিংয়ে ১ নম্বর অলরাউন্ডার।বিশ্বকাপের শুরুতেই বিশ্বসেরার মুকুট ফিরে পেয়েছে সে। এবারের বিশ্বকাপে রীতিমতো উড়ছেন সাকিব আল হাসান। সবশেষ চার ম্যাচে দুই সেঞ্চুরি এবং সমান ফিফটিতে ৩৮৪ রান নিয়ে শীর্ষে রয়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ম্যাচে সাকিবের ৯৯ বলের ১২৪ রানের অনবদ্য ইনিংসের ভর করে ৩২২ রানের পাহাড় ডিঙিয়ে ৭ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।