ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে এবারের মৌসুমটা ভালো হয়নি সাকিবের। আইপিএলে সানরাইজার্সের প্রথম ম্যাচে খেলেছিলেন তিনি। কিন্তু এরপর আর একাদশে জায়গা হয়নি এই তারকার। যেকারণে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতির ক্যাম্পে আগেভাগেই তাকে নিয়ে আসার জন্য চেস্টা করছিল বিসিবি।
সাকিবের আসার দিন তারিখও নির্দিষ্ট ছিল। আজকেই তার আসার কথা ছিল। কিন্তু শেষ মুহুর্তে আর আসা হচ্ছেনা সাকিবের। দলটির সাথেই থাকবেন সাকিব। কেননা, দলটির দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং জনি বেয়ারস্টো দল ছেড়ে চলে যাবেন নিজ দেশে। আর সেজন্য সাকিবকে ছাড়েনি সানরাইজার্স। টানা ৮ ম্যাচ বেঞ্চে বসে থাকলেও পরবর্তী দুই ম্যাচের একাদশে থাকবেন সাকিব এবং দেশে ফিরবেন ২৮ এপ্রিল। বিষয়টি জানিয়েছেন সাকিবের গুরুজন এবং কোচ মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘হায়দরাবাদ থেকে দুই-তিনজন খেলোয়াড় চলে যাবে। যে কারণে তারা এখনই সাকিবকে ছাড়তে রাজি নয়। আজকের ম্যাচে (চেন্নাইয়ের বিপক্ষে) খেলবে সাকিব। এমনকি পরের ম্যাচেও ওকে নেয়ার কথা জানিয়েছে দলটি। পরে ২৮ এপ্রিল দেশে ফিরে আসবে সাকিব।’
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।