গেইল ঝড়ের পরও হারলো পাঞ্জাব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ২১শে এপ্রিল ২০১৯ ১০:৫৪ পূর্বাহ্ন
গেইল ঝড়ের পরও হারলো পাঞ্জাব

জিততে পারলে দ্বিতীয় স্থানে উঠে আসার সম্ভাবনা ছিল। রান রেটের ব্যবধানে দ্বিতীয় না হোক, পয়েন্টে তো মুম্বাইর সমান হওয়ার সুযোগ। নিজেদের মাঠ ফিরোজ শাহ কোটলায় সেই কাজটিই করে নিলো স্বাগতিক দিল্লি ক্যাপিটালস। শিখর ধাওয়ান আর স্রেয়াশ আয়ারের ব্যাটে কিংস ইলেফেন পাঞ্জাবকে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে এসে বসলো দিল্লির দলটি। কিংস ইলেভেন পঞ্জাবের ছুঁড়ে দেওয়া ১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২ বল বাকি থাকতে ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয় দিল্লি ক্যাপিটালস। শিখর ধাওয়ান ৪১ বলে ৫৬, স্রেয়াশ আয়ার ৪৯ বলে ৫৮ রান করে দলকে সহজ জয় এনে দেন। লিগে ১০ ম্যাচের মধ্যে ৬টিতে জিতে ১২ পয়েন্ট পকেটে পুরলো স্রেয়াশ আয়ারের দল।

ঘরের মাঠে পঞ্জাবের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ৫৬ রানের দুরন্ত ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন ওপেনার শিখর ধাওয়ান। তার ৪১ বলের ইনিংস সাজানো ছিল ৭টি চার ও ১টি ছক্কায়। চলতি আইপিএলে কোটলায় এটি ধাওয়ানের দ্বিতীয় অর্ধশতক। সব মিলিয়ে তৃতীয় এবং আইপিএল ক্যারিয়ারের ৩৫তম অর্ধশতক এটি। ৫৮ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন দিল্লির অধিনায়ক শ্রেয়াস আয়ার। ৫টি বাউন্ডারি এবং ১টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। শেষ দিকে এসে থ্রিলার জন্ম দিয়েছিল পাঞ্জাব আর দিল্লির ম্যাচটি। শেষ ওভারে ম্যাচ জিততে দিল্লির প্রয়োজন ছিল ৬ রান। প্রথম দুই বলে মাত্র ২ রান খরচ করে পঞ্জাবের পেসার স্যাম কুরান ম্যাচ জমিয়ে দেন। শেষ পর্যন্ত অবশ্য তৃতীয় বলে ২ রান তুলে নিয়ে চাপ কমান শ্রেয়াস। পরের বলে বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ শেষ করে আসেন দিল্লির তরুণ অধিনায়ক।

২ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় দিল্লি। ৫৮ রানের ম্যাচ জেতানো দায়িত্বশীল ইনিংসের সুবাদে ম্যাচের সেরা হয়েছেন শ্রেয়াস আয়ার। আর ১০ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে প্রীতি জিনতার দল। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান তোলে পাঞ্জাব। প্রীতি জিনতার দলের হয়ে ৩৭ বলে ৬৯ রানের ঝড়ো ইনিংস খেলেন ক্রিস গেইল। মানদীপ ৩০ ও হারপ্রীতের ২০ রান ছাড়া পাঞ্জাবের হয়ে বাকিরা উল্লেখযোগ্য কোনো রানই করতে পারেননি।

ইনিউজ ৭১/এম.আর