দুর্দান্ত একটি সেঞ্চুরি করেছিলেন লোকেশ রাহুল। কিন্তু তার সেঞ্চুরিকে ম্লান করেন দিলেন কাইরন পোলার্ড। ৩১ বলে ১০টি ছক্কা ও তিনটি চারের সাহায্যে ৮৩ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলে মুম্বাইকে জিতিয়েছেন পোলার্ড। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বুধবার দিনের একমাত্র ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে তিন উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। জয় পেতে ইনিংসের শেষ বল পর্যন্ত খেলতে হয়েছে মুম্বাইকে।এদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯৭ রান সংগ্রহ করে কিংস ইলেভেন পাঞ্জাব। দলের ওপেনার লোকেশ রাহুল ৬৪ বলে ছয়টি চার ও ছয়টি ছক্কার সাহায্যে ১০০ রান করে অপরাজিত থাকেন।
এছাড়া ৩৬ বলে তিনটি চার ও সাতটি ছক্কার সাহায্যে ৬৩ রান করেন ক্রিস গেইল। ওপেনিং জুটিতে গেইল ও রাহুল ১১৬ রানের পার্টনারশিপ গড়েন। মুম্বাইয়ের বোলারদের মধ্যে হার্দিক পান্ডিয়া ২টি, বেহরেনডর্ফ ১টি ও জ্যাসপ্রীত বুমরাহ ১টি করে উইকেট শিকার করেন।এরপর মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাট করতে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে তিন উইকেট হাতে রেখে জয় তুলে নেয়। কাইরন পোলার্ড ছাড়া অন্য কেউ তেমন ভালো করতে পারেননি। পাঞ্জাবের পক্ষে মোহাম্মদ শামি ৩টি, রাজপুত ১টি, রবীচন্দ্রন অশ্বিন ১টি ও স্যাম কুরান ১টি করে উইকেট শিকার করেন। ম্যাচ সেরা হন কাইরন পোলার্ড।ইনজুরির কারণে এদিন খেলতে পারেননি মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা। তার বদলে দলকে নেতৃত্ব দেন পোলার্ড। ছয় ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে মুম্বাই এখন পয়েন্ট টেবিলে তৃতীয় অবস্থানে আছে। সাত ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে আছে পাঞ্জাব।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।