পাকিস্তান সেনার হাতে বন্দি ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার অভিনন্দন ভর্তমানের দেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলি। গেল শুক্রবার অভিনন্দনকে ভারতের হাতে তুলে দেয় পাকিস্তান। এরপর ভারতীয় সাবেক ব্যাটিং ঈশ্বর শচীন টুইটবার্তায় বলেন, নায়ক শব্দের ব্যাপ্তি ব্যাপক। চাপের মুখে তোমার মনোবল শক্ত রাখাটা দেখার বিষয়। সেই সঙ্গে সাহস, আত্মত্যাগ প্রশংসনীয়। আমাদের নায়ক দেখাল নিজের প্রতি আস্থা রাখা কতটা জরুরি। অভিনন্দনের স্কেচ পোস্ট করে ভারতীয় অধিনায়ক কোহলি বলেন, আসল নায়ক। আপনার কাছে মাথা নত করছি। জয় হিন্দ।
গেল বুধবার সেই হামলার পাল্টা জবাব দেয় পাকিস্তান বিমানবাহিনী৷ এফ-১৬ যুদ্ধবিমান নিয়ে ভারতের আকাশে অনুপ্রবেশের চেষ্টা করেন তারা। কিন্তু ভারতীয় বিমানবাহিনীর তাড়া খেয়ে ফিরে যায় পাক বাহিনী। বিপত্তিটা বাধে সেখানেই। পিছু ধাওয়া করে ফেরার সময় ভারতীয় বিমানবাহিনীর মিগ-২১ যুদ্ধবিমান লক্ষ্য করে গুলি ছুড়ে পাকিস্তান বাহিনী। সেটি ভূপাতিত হওয়ার সময় প্যারাসুটে করে পাকিস্তানের মাটিতে অবতরণ করেন অভিনন্দন। গেল বৃহস্পতিবার শান্তি বার্তা দিয়ে পাক সংসদে দাঁড়িয়ে তাকে ভারতের হাতে তুলে দেয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী ইমরান খান।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।