শীতের পোশাক কিনতে সরাইলে ফুটপাতে ভিড়

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: শনিবার ২১শে ডিসেম্বর ২০২৪ ০৫:৪৫ অপরাহ্ন
শীতের পোশাক কিনতে সরাইলে ফুটপাতে ভিড়

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ফুটপাতে গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় বাড়ছে। জ্যাকেট, জাম্পার, মাফলার, হাত ও পায়ের মোজা এবং গরম টুপির মতো শীতের পণ্যগুলোর চাহিদা বেড়ে যাওয়ায় স্থানীয় বিক্রেতারা ব্যস্ত সময় কাটাচ্ছেন।


সরাইলের উচালিয়া পাড়া মোড়ে ভ্রাম্যমাণ দোকানদার আনছার আলী জানান, প্রতিবছর শীত মৌসুমে তিনি এ ধরনের পণ্য বিক্রি করেন। তবে ডিসেম্বরের প্রথম দিকে বিক্রি কম থাকলেও সাম্প্রতিক শীতের তীব্রতা বৃদ্ধির ফলে তার ব্যবসা জমে উঠেছে। গতকাল ভালো বিক্রিতে তিনি বেশ লাভ করেছেন। আনছার বলেন, “শীত যত বাড়ছে, বিক্রি তত ভালো হচ্ছে। এটা আমাদের জন্য লাভজনক সময়।”



সরাইল উপজেলার গরম কাপড়ের দোকানগুলো এবং ভ্রাম্যমাণ বিক্রেতাদের কাছে ভিড় জমাচ্ছেন শীতার্ত মানুষ। তাদের মধ্যে একজন ক্রেতা শফিকুল হোসেন বলেন, “গায়ে গরম কাপড় থাকলেও হাত ও পা অবশ হয়ে আসছে। তাই হাতমোজা কিনতে এসেছি।” এ ধরনের পরিস্থিতি থেকে শীত নিবারণের জন্য মানুষ মাফলার, মোজা, এবং টুপি কেনার দিকে ঝুঁকছেন।



সরাইল উপজেলায় গরম কাপড় বিক্রেতাদের পাশাপাশি ভ্রাম্যমাণ দোকানও বেড়ে গেছে। তারা এলাকায় ঘুরে ঘুরে শীতের পণ্য বিক্রি করছেন। আনছার আলী জানান, “শীতের তীব্রতা বাড়লে গরম কাপড়ের বিক্রি ভালো হয়। গত কয়েকদিনের শীত আমাদের বিক্রি ও লাভের জন্য খুবই ভালো।”



বিক্রেতাদের মতে, শীতের পণ্যগুলোর চাহিদা বৃদ্ধির পাশাপাশি তাদের পণ্য সরবরাহেও বাড়তি চাপ রয়েছে। এদিকে শীতার্ত মানুষ সহজলভ্য ও সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে ফুটপাতে ভিড় করছেন।