
বাংলাদেশের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩, ১:১০

চলতি ওয়ানডে বিশ্বকাপে টানা তিন জয়ে দারুণ শুরু করেছে ভারত। ১৯৮৩ ও ২০১১ বিশ্বকাপের পর তৃতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে ম্যান ইন ব্লু। অন্যদিকে টানা দুই হারের বিশ্বমঞ্চে শেষ চারের দৌড় থেকে বেশ ব্যাকফুটে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ম্যাচে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।
আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছিল টিম ইন্ডিয়া। এবার বাংলাদেশ ম্যাচে কেমন হতে যাচ্ছে রোহিত শর্মাদের একাদশ, তাই বড় প্রশ্ন। লাল-সবুজের প্রতিনিধিদের বিপক্ষে একই একাদশ নাকি বদলে যাচ্ছে একাদশ, সেটাই এখন ভাবনার বিষয়।

ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বাংলাদেশের বিপক্ষে একাদশে ফিরতে পারেন অশ্বিন। সাকিবদের টপ-অর্ডারে বেশ কয়েকজন বাঁহাতি ব্যাটার বিবেচনায় তাকে একাদশে ফেরানো হতে পারে। আর পুনের উইকেট বিবেচনায়ও তাকে একাদশে নেওয়া হতে পারে।
ওপেনিংয়ে অটোচয়েজ রোহিত শর্মা। তার সঙ্গে গোড়াপত্তন করবেন পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ অভিষিক্ত ওপেনার শুভমান গিল। ওয়ানডাউনে যথারীতি বিরাট কোহলি আর চারে শ্রেয়াস আইয়ার।

এরপর পাঁচে ইনফর্ম কেএল রাহুল, ছয়ে ও সাতে হার্দিক পান্ডিয়া ও জাদেজা। তবে মূল পরিবর্তন আসতে পারে আটে। উইকেট বিবেচনায় এই পজিশনে আসতে পারেন অশ্বিন। আর তার সঙ্গী হিসেবে থাকছেন কুলদ্বীপ যাদব।
পেস ইউনিটে যথারীতি জাসপ্রিত বুমরাহ। আর সঙ্গে মোহাম্মদ সিরাজ।

ভারতের সম্ভাব্য একাদশ : রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন/শার্দূল ঠাকুর, কুলদ্বীপ যাদব, জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

সর্বশেষ সংবাদ
