২-০ ব্যবধানে সিরিজ জিতে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটা নিয়ম রক্ষার হলেও গুরুত্বপূর্ণ ১০ পয়েন্ট রয়েছে। তাই তো জইয়ী একাদশে কোনও পরিবর্তন আনেনি স্বাগতিকরা।
গত দুই ম্যাচের মতো এই ম্যাচেও টস জিতেছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপাকে পড়ে টাইগাররা, তাতে ১৯২ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ। ব্যাট করতে নেমে ১১তম ওভারের প্রথম বলে ফজল ফারুকীর বলে বোল্ড হয়ে তামিম ইকবাল সাজঘরে ফেরেন ১১ (২৫) রান করে। চলতি সিরিজের তিন ম্যাচেই ফারুকীর বলে কাঁটা পড়েন তামিম।
দলীয় ৪৩ রানে ওপেনিং জুটি ভাঙার পর লিটন দাস ও সাকিব আল হাসান মিলে যোগ করেন ৬১ রান। সাকিব আজ প্রথম থেকেই রানের জন্য মরিয়া ছিলেন তবে আজমতউল্লাহ ওমরয়াইয়ের বলে বোল্ড হয়ে আঁটকে যান ৩৬ বলে ৩০ রান করে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।