আজ উদ্বোধন হল বহুল আলোচিত 'বিবিসিএল ক্রিকেট লিগ' সিজন-৩

নিজস্ব প্রতিবেদক
মোঃ সাইফুল ইসলাম, খেলা-ধুলা প্রতিবেদক
প্রকাশিত: শনিবার ২৫শে সেপ্টেম্বর ২০২১ ১২:১০ পূর্বাহ্ন
আজ উদ্বোধন হল বহুল আলোচিত 'বিবিসিএল ক্রিকেট লিগ' সিজন-৩

বন্ধুত্বর জয়গানে বন্ধুত্বর পাশে সকল বন্ধু সব সময়। আর যদি তা হয় খেলাধুলা অংশ গ্রহণের মত কিছুতে , তাহলে তো ভালোবাসা ছড়িয়ে পরে নতুন উদ্ধমে । ঠিক সেই ভালোবাসার টানে এবারো শুরু হল বিবিসিএল ক্রিকেট লিগ সিজন-থ্রি পাওয়ার্ড বাই মাগুরা গ্রুপ। আজকে ছিল তিনটি খেলা দিনের শুরুতেই উদ্বোধনী খেলায় টসে জিতে ব্যাটিং করতে নেমে স্বাধীন বাংলা৭১ । তারা ১৭ ওভার তিন বল খেলে ১০৩ রানে অলআউট হয়ে যায় এবংতাদের দলের পক্ষে আশিক খান করেন ২৯ রান এবং মোজাম্মেল ১৬ রান করেন,


বীর বাঙ্গালী৫২, ১০৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মোজাম্মেল গোলাম গাফফারের বোলিং তোপে পড়ে ১৫.৪ ওভারে মাত্র ৬৫ রানে অলআউট হয়ে যায়।স্বাধীন বাংলার৭১ মোজাম্মেল হক ১৬ রান ও ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন।


দিনের দ্বিতীয় খেলায় ,প্রথমে ব্যাট করতে নেমে জাগ্রত ২৫ নির্ধারিত ১৮ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪২  রানের পাহাড় সমান রানের চ্যালেঞ্জিং স্কোর করে।দলের পক্ষে মশিউর রহমান শাহেদ ২৮ ও অধিনায়ক শাকিল ২৪ রান করেন, ১৪৩ রানের টার্গেটে খেলতে নেমে অগ্নিশিখা মাত্র ৮০ রানে অলআউট হয়ে যায়,জাগ্রত ২৫ অধিনায়ক শাকিল ২৪ রান ও ৪ উইকেট নিয়ে ম্যাচ এর সেরা খেলোয়াড় নির্বাচিত হন।


দিনের তৃতীয় খেলায় উদ্দীপ্ত২১ ব্যাটিং করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮২ রানের বিশাল  সংগ্রহ দাঁড় করায়।সংগ্রাম ২৬ , দল ১৮৩ রানের টার্গেটে খেলতে নেমে নির্ধারিত ১৮ ওভারে ৯ উইকেট  হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে, উদ্দীপ্ত ২১এর  অধিনায়ক খান শরীফ ৫৩ রান  ম্যাচ সেরা নির্বাচিত হন।


প্রতি শুক্রবারে বাকি ম্যাচের খেলাগুলো অনুষ্ঠিত হবে এবং এই সিজন ৩ এর গর্বিত মিডিয়া পার্টনার হচ্ছে ইনিউজ৭১।তাই দর্শকবৃন্দ সকল খেলার আপডেট পাবেন ইনিউজ৭১ এর গণমাধ্যমে।