প্রকাশ: ২৬ এপ্রিল ২০২১, ১৪:১৩
পবিত্র মাহে রমজান ইসলাম ধর্ম গ্রহণ করলেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের হয়ে খেলা বিয়র্ন ফরটুইন। স্ত্রী মিশকে এয়সানকে বিয়ে করার জন্য ইসলামে দীক্ষিত হলেন তিনি।দেশটির সংবাদ মাধ্যম আউওএ নিজকে বিষয়টি নিজেই জানিয়েছেন ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার।
তিনি জানান, রোববার ইফতারের পর তাদের বিবাহোত্তর সংবর্ধনাও আয়োজন করা হয়েছে।দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের জাার্সিতে এক ওয়ানডে ও সাত টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে ফরটুইনের।
টি-টোয়েন্টির আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩৫ রান ও উইকেট তুলেছেন ছয়টি। পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজেও অংশ নিয়েছিলেন তিনি।ইসলাম গ্রহণের পর বিয়র্ন ফরটুইন নিজের নাম পাল্টে রেখেছেন ইমাদ। ইনস্টাগ্রামে ফরটুইনকে মেনশন করে মিশকে এয়সান স্টোরি প্রকাশ করে বিষয়টি জানান।
তিনি লিখেছেন, ‘রমজান মাসে ফরটুইন ইসলাম গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ। তার নাম রাখা হয়েছে ইমাদ। তাকে নিয়ে গর্ব হচ্ছে।’অন্যদিকে প্রোটিয়া জাতীয় দলের তারকা তাবরিজ শামসীর স্ত্রী খাদিজা শামসী বিয়র্ন ফরটুইন ও মিশকে এয়সান দম্পতির জন্য শুভ কামরা জানিয়েছেন।
#ইনিউজ৭১/জিহাদ/২০২১