কোনো ট্যাগ পাওয়া যায়নি
গত রবিবার আহমেদাবাদে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। ম্যাচ জেতার পর এবার শুনতে হলো শাস্তির খবর বিরাট কোহলিদের।
স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফির ২৫ ভাগ জরিমানা করা হয়েছে ভারতকে। নির্ধারিত সময়ের মধ্যে ভারতীয় দল এক ওভার পিছিয়ে ছিল। তাই নিয়ম অনুযায়ী এই শাস্তি আরোপ করেছেন আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ।
আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ম্যাচে প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য দলের খেলোয়াড়দের ম্যাচ ফি ২৫ ভাগ করে কেটে রাখার নির্দেশনা আছে। ওভার যত বেশি হবে, ম্যাচ ফি কাটার হারও তত বাড়বে।
অনফিল্ড আম্পায়ার অনিল চৌধুরী এবং কে.এন. অনন্তপদ্মনাভন ও তৃতীয় আম্পায়ার বীরেন্দর শর্মা কোহলিদের বিরুদ্ধে অভিযোগ করেন। কোহলি তার এবং দলের ওপর আরোপিত শাস্তি মেনে নিয়েছেন। তাই নতুন করে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।