করোনার মোকাবেলায় আশা দেখাচ্ছে ব্লাড থিনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ৯ই মে ২০২০ ১০:৫৭ অপরাহ্ন
করোনার মোকাবেলায় আশা দেখাচ্ছে ব্লাড থিনার

করোনাভাইরাস বা কোভিড-১৯ এর চিকিৎসায় এ পর্যন্ত শতাধিক ওষুধ নিয়ে কাজ করছে বিজ্ঞানীরা। তবে এর মধ্যে ব্লাড থিনার বা রক্ত পাতলাকারী ওষুধে আশানুরূপ ফল পাওয়া গেছে। সাধারণত এই ওষুধটি রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। এটি শিরা ও ধমনির মধ্যে রক্তের প্রবাহ বাধাহীন করতে ব্যবহার করা হয়।

ওষুধটি করোনার চিকিৎসায় কাজে দিচ্ছে বলে এক গবেষণাপত্রে জানিয়েছে যুক্তরাষ্ট্রের চিকিৎসাবিষয়ক সাময়িকী জার্নাল অব দ্য আমেরিকান কলেজ অব কার্ডিওলজি। গেল বুধবার (০৬ মে) প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে, ২ হাজার ৭৩৩ জন রোগীর ওপর পর্যবেক্ষণ করে এই ওষুধের কার্যকারিতা নিশ্চিত হওয়া গেছে।

তবে গবেষক দলের সদস্য নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালের চিকিৎসক ভেলেন্টিন ফাস্টারের মতে, তাঁরা যে তথ্য-উপাত্ত উপস্থাপন করেছেন, তা চূড়ান্ত সিদ্ধান্তে আসার জন্য যথেষ্ট নয়। এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন। তবে তাঁরা যে ফল পেয়েছেন, তা আশানুরূপ।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব