দেশকে দুর্বল করার ষড়যন্ত্র ছিল বিডিআর বিদ্রোহের ফাঁদ!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২৫শে ফেব্রুয়ারি ২০২০ ০৩:৪১ অপরাহ্ন
দেশকে দুর্বল করার ষড়যন্ত্র ছিল বিডিআর বিদ্রোহের ফাঁদ!

বাংলাদেশকে দুর্বল, খর্বিত ও আত্মবিশ্বাসহীন করার এক বড় ষড়যন্ত্র ছিল বিডিআর বিদ্রোহের ফাঁদ! বলে মন্তব্য করেছেন আলোচিত বক্তা মাওলানা আবদুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। তিনি রাজধানীর পল্লবীর মসজিদুল জুমা কমপ্লেক্সের খতিব।

আজ দুপর দেড়টায় তার ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন। বিশ মিনিটে প্রায়  দুই হাজার লাইক, শতাধিক শেয়ার ও মন্তব্য পড়েছে স্ট্যাটাসটিতে।

তার এই স্ট্যাটাসে তিনি বলেন, পিলখানা হত্যাকান্ড দিবস আজ। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদরদপ্তরে সংঘটিত হয় বর্বরোচিত এক হত্যাকাণ্ড। মারা যান বাংলাদেশের ৫৭ জন দেশপ্রেমিক,বীর জোয়ান, চৌকশ সেনা অফিসার।

মহান আল্লাহর কাছে দোয়া করি তাদের শাহাদাত ও ক্ষমার জন্য। হে আল্লাহ! আমাদের এই মাতৃভূমিকে সকল ষড়যন্ত্র থেকে রক্ষা করুন,দেশ রক্ষার সকল সেনাদের ইজ্জত সম্মান ও মনবল অটুট রাখুন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব