করোনায় আক্রান্ত হয়ে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ও দিনাজপুর বিএমএর সাবেক সভাপতি ডা. শাহ আব্দুল আহাদ মৃত্যুবরণ করেছেন। বুধবার সকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দিনাজপুর শহরের টার্মিনাল এলাকায় থাকতেন এবং চিরিবন্দর উপজেলার তার বাড়ী।
এ ব্যাপারে দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ জানান, চিকিৎসক শাহ আব্দুল আহাদ এর ৭ জুন করোনার নমুনা সংগ্রহ করা হয় এবং ৮ জুন করোনা পজিটিভ পাওয়া যায়। তবে তার আগে থেকেই তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন।তিনি অসুস্থ থাকায় ৯ জুন থেকেই দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার তার মৃত্যুর পর স্বাস্থ্যবিধি মেনে বিশেষ টিমের সহায়তায় দাফনকার্য সমাধা করা হয়।
উল্লেখ্য, দিনাজপুর জেলায় চিকিৎসক, স্বাস্থ্য সহকারী, নার্সসহ স্বাস্থ্য বিভাগের ২৯ জন করোনায় আক্রান্ত বলে জানা গেছে। এর মধ্যে প্রথম একজন চিকিৎসক মারা গেলেন। এদিকে, তার মৃত্যুতে দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং শোকাহত পরিবারের প্রতি শোক ধৈর্য ধারণের আহবান জানান।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।