প্রকাশ: ১৭ জুন ২০২০, ১৮:৪৫
টাঙ্গাইলে নতুন করে আরও ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা হলো ৩৫৯ জন। নতুন আক্রান্ত ৩০ জন হলো- নাগরপুরে একজন, কালিহাতীতে দুইজন, বাসাইলে চারজন, সদরে দশজন ও মির্জাপুরে তেরোজন।
এর মধ্যে চিকিৎসাধীন রয়েছেন ২২৬ জন। মৃত্যু হয়েছে ৬ জনের এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২৭ জন। আক্রান্ত ব্যক্তিরা টাঙ্গাইল জেনারেল হাসপাতাল, ঢাকা ও ময়মনসিংহের বিভিন্ন হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে এবং নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।