
প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৫৭
কুমিল্লার নাঙ্গলকোট পৌর বাজারে দোকান বসা নিয়ে সংঘর্ষে দুই ছাত্রলীগ নেতা আহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ জানুয়ারি) দুপুরে পৌরসভার তরকারি বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- পৌর ছাত্রলীগ নেতা হরিপুর হাজি বাড়ির আবদুস জোহার ছেলে রনি, একই বাড়ির মো. ইসহাকের ছেলে ফয়সাল।
স্থানীয় সূত্র জানায়, আহতদের বাড়ির গেইট বন্ধ করে তরকারি দোকান বসায় হরিপুর পশ্চিম পাড়ার হাবিব উল্লাহর ছেলে গেয়াস উদ্দিন এতে আহতদের সাথে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে সংঘর্ষ বাধে এতে গেয়াস উদ্দিনের লোকজন দেশীয় অস্ত্র স্বস্র নিয়ে হামলা চালালে, রনি ও ফয়সাল আহত হয়।
আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি ঘটায় প্রাথমিক চিকিৎসা দিয়ে আশংকা জনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত গেয়াস উদ্দিন এ বিষয় কোন বক্তব্য দিবেনা।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ফুটপাতে দোকান বসা নিয়ে কথা কাটাকাটি হয়, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, একজনকে থানায় নিয়ে আসি। এ ঘটনায় দুইজন আহত হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব