
প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৮

গায়ে সাইকেলের ‘টোকা লাগায়’ বিকাশ মাঝি নামের এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে দুই নারীর বিরুদ্ধে। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার নিমতায় মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।
জি নিউজ জানায়, বেধড়ক মারধরে আহত ওই ব্যক্তি শনিবার সকালে হাসপাতালে মারা যান। এ খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শুরু হয় তুমুল বিক্ষোভ। স্থানীয়রা জানান, ১ ফেব্রুয়ারি ছেলেকে নিয়ে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন বিকাশ মাঝি। ওই সময় রাস্তায় দাঁড়িয়ে ছিলেন দুই নারী।
স্থানীয়দের দাবি, বারবার বেল বাজালেও রাস্তা থেকে সরেননি ওই দুই নারী। পাশ কাটিয়ে যাওয়ার সময় সাইকেলের একটা অংশ তাদের গায়ে লাগে। এরপর বিকাশকে সাইকেল থেকে টেনেহিঁচড়ে নামিয়ে বেধড়ক মারধর করেন অভিযুক্ত সুমিতা সিংহ, দিপালী দাস ও তার স্বামী সুজয় দাস। মারধরে বিকাশ অজ্ঞান হয়ে যান।
পরিবারের লোকজন খবর পেয়ে এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। শনিবার কলকাতার এসএসকেএম-এ তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর পেতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। অবস্থা বেগতিক বুঝে চম্পট দেয় অভিযুক্তরা। এ ঘটনায় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে চিরুনি তল্লাশি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব