
প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২০, ২০:৮

৩১ জানুয়ারি শুক্রবার জুমআর নামাজের আগে খোতবা শুরু করেন ই'মাম শায়খ আবুল আজম ত্বহা। খোতবা দেয়ার সময় খতিব আবুল আজম ত্বহা (৬৪) কালেমা পড়তে পড়তেই মিম্বার থেকে নিচে পড়ে যান এবং ই'ন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ইনিউজ ৭১/এম.আর