
প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২০, ২২:২২
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনী এলাকার ভোটারদের আঙুলের ছাপ না মিললে ফিরিয়ে দিচ্ছেন প্রিজাইডিং অফিসাররা। নির্বাচনী কয়েকটি এলাকায় আঙুলের ছাপ না মেলায় ভোট না দিয়েই ফিরে যেতে দেখা গেছে কিছু ভোটারকে।
ভোটাররা অভিযোগ করে বলেন, ভোটার তালিকায় নাম আছে। তবে ইভিএম পদ্ধতিতে ভোট দিতে গিয়ে আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে পারলাম না। কয়েকবার চেষ্টা করা হয়। তারপরও ভোট দিতে পারিনি।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর পুরান ঢাকার লক্ষ্মীবাজার, ফরাশগঞ্জ, গেণ্ডারিয়া, সূত্রাপুর, ফরিদাবাদ, মতিঝিল, কমলাপুর ও নিউমার্কেট এলাকায় ভোটকেন্দ্রগুলোতে শতকরা এক শতাংশ এ ধরনের সমস্যায় পড়েছেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব