বিএমপি এয়ারপোর্ট থানায় ওপেন হাউজ ডে সফলভাবে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: শুক্রবার ১০ই জানুয়ারী ২০২৫ ০৭:৪৩ অপরাহ্ন
বিএমপি এয়ারপোর্ট থানায় ওপেন হাউজ ডে সফলভাবে অনুষ্ঠিত

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। আজ (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১টায় টায় অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমপি কমিশনার মোঃ শফিকুল ইসলাম।


ওপেন হাউজ ডে'র মূল উদ্দেশ্য ছিল জনসাধারণের সমস্যা সরাসরি শোনা এবং তা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ। অনুষ্ঠানে উপস্থিত ভুক্তভোগী জনসাধারণ প্রধান অতিথির নিকট তাদের নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। এসব সমস্যার মধ্যে ব্যক্তিগত নিরাপত্তা, সড়ক দুর্ঘটনা, মাদক সমস্যা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত বিষয় গুরুত্ব পেয়েছে।


প্রধান অতিথি মোঃ শফিকুল ইসলাম ভুক্তভোগীদের উত্থাপিত সমস্যাগুলোর তাৎক্ষণিক সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন। তিনি বলেন, “পুলিশ ও জনগণের মধ্যে আস্থার সম্পর্ক স্থাপন এবং সাধারণ মানুষের সমস্যার সমাধান নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ওপেন হাউজ ডে'র মতো প্ল্যাটফর্ম সেই উদ্দেশ্য বাস্তবায়নে ভূমিকা রাখবে।”


তিনি আরও জানান, আজ উত্থাপিত সমস্যাগুলোর সমাধান কার্যক্রমের অগ্রগতি পরবর্তী মাসে অনুষ্ঠিতব্য ওপেন হাউজ ডে'তে পর্যালোচনা করা হবে, যা জনসাধারণের সামনে তুলে ধরা হবে। এতে জনগণের আস্থা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) রুনা লায়লা (এসপি পদোন্নতিপ্রাপ্ত) এবং সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) মোঃ মশিউর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির শিকদার, থানার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিংয়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।


অনুষ্ঠানে পুলিশের বিভিন্ন পদক্ষেপের বিষয়ে আলোকপাত করা হয়। পাশাপাশি স্থানীয় সমস্যা সমাধানে জনগণের অংশগ্রহণ ও কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্বও তুলে ধরা হয়। প্রধান অতিথি সবাইকে ঐক্যবদ্ধ থেকে সমাজের শান্তি ও নিরাপত্তা রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান।


এই ওপেন হাউজ ডে'কে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। তারা পুলিশ-জনগণ সম্পর্ক আরও সুদৃঢ় করার জন্য এ ধরনের উদ্যোগের প্রশংসা করেছেন।