দেশে করোনায় ২৪ ঘণ্টায় বাড়ল মৃত্যু, শনাক্ত ১৫১৫

নিজস্ব প্রতিবেদক
বিশেষ প্রতিবেদক - স্বাস্থ্য বিভাগ
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৪শে ফেব্রুয়ারি ২০২২ ০৫:১৩ অপরাহ্ন
দেশে করোনায় ২৪ ঘণ্টায় বাড়ল মৃত্যু, শনাক্ত ১৫১৫

দেশে তৃতীয় ধাপে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারির তাণ্ডব আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৫ জনে।


বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৪৩৪ জনের নমুনা পরীক্ষায় আরও ১ হাজার ৫১৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৯ হাজার ৬৫১ জনে।


শনাক্তের হার ৫ দশমিক ৫৩ শতাংশ। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৫৯ জন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ৮৬ হাজার ১৪৬ জনে।


এর আগে বুধবার (২৩ ফেব্রুয়ারি) দেশে করোনাভাইরাসে আরও ৫ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া রোগী শনাক্ত হয়েছিলেন আরও ১ হাজার ২৯৮ জন।


এদিকে, চলতি মাসের শুরুর দিকে বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের তাণ্ডব কিছুটা কমেছিল। তবে গত কয়েকদিন ধরে আক্রান্ত ও মৃত্যু ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে। আক্রান্ত ও মৃত্যুর মিছিল দীর্ঘ হওয়ায় বাড়ছে আতঙ্ক।


করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৮ লাখ ৩৯ হাজার ৩৬৫ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ১০ হাজার ৫৫৯ জনের।


এর আগে বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হন ১৬ লাখ ২৩ হাজার ৮২৪ জন। একই সময়ে মৃত্যু হয় ৮ হাজার ৬৫৮ জনের।