মনু নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজের একদিন পর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
এহসান বিন মুজাহির থানা প্রতিনিধি শ্রীমঙ্গল , মৌলভীবাজার
প্রকাশিত: সোমবার ২৪শে জুন ২০২৪ ০৫:৫৬ অপরাহ্ন
মনু নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজের একদিন পর লাশ উদ্ধার

মৌলভীবাজারের মনু নদীতে (মনুব্যারেজ) সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বর্ষিজোড়া এলাকার মোঃ মনির শেখের ছেলে কিশোর লিমনের লাশ উদ্ধার করা হয়েছে। সে পাহাড় বর্ষিজোড়া এলাকায় প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। 


গত শনিবার (২২ জুন) বন্ধুদের সাথে মনু নদীতে সাঁতার কাটতে গিয়ে পানির স্রোতে তলিয়ে ১২ বছরের কিশোর লিমন শেখ নিখোঁজ হন।


এর আগে লিমনের সন্ধানে শনিবার দিনব্যাপী মৌলভীবাজারের ফায়ার সার্ভিসের একটি টিম কাজ করে। তাদের সাথে যুক্ত হয় সিলেটের ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। দিন-থেকে সসন্ধা পপর্যন্ত অনেক খোঁজাখুজি করে সন্ধান মেলেনি লিমনের। 


অবশেষে নিখোঁজের প্রায় ৪৬ ঘন্টা পর আজ সোমবার (২৪ জুন) সকালে সদর উপজেলার কনকপুর ইউনিয়নের মনু নদীর পাশে পাাওয়া যায় নিখোঁজ লিমনের লাশ। 


মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কনকপুর এলাকার স্থানীয়দের থেকে খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশের একটি টিম কনকপুর ইউনিয়নের মনুনদীর পাশ থেকে গিয়ে একটি লাশ উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। পরে জানা যায় লাশটি নদী থেকে নিখোঁজ হওয়া লিমন শেখের। 


প্রসঙ্গত, গত শনিবার ২২ জুন দুপুরে  মনুব্যারেজে (সুইচ গেইচ)এলাকায় সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হন লিমন শেখ।