ঈদের ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: শনিবার ২২শে জুন ২০২৪ ০৭:৩৬ অপরাহ্ন
ঈদের ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু

মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার টানা ৮ দিনের ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো বলে জানান কতৃপক্ষ।


শনিবার (২২জুন) সকালে হিলি আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি আলহাজ্ব হারুন উর রশিদ হারুন বিষয়টি নিশ্চিত করেছেন। 


তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটিসহ টানা ৮ দিনের ছুটি শেষে আজ ২২ জুন শনিবার হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম পূর্বের নিয়মে শুরু হয়েছে।


হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ বলেন, ঈদ উপলক্ষে সরকারি ছুটির দিন ব্যতিত পোর্টের অভ্যন্তরিন কার্যক্রম স্বাভাবিক ছিলো। টানা ৮ দিনের ছুটি আজ হিলি বন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়েছে। তাই বন্দরের কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকদের মধ্যে প্রাণ চঞ্চলতা ফিরে এসেছে। 


এ বিষয়ে হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুল বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৮ দিন ছুটি থাকায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি রফতানি কার্যক্রম ছিলো। তবে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।